অ্যালোভেরা, একটি চমৎকার প্রসাধনী হিসেবে পরিচিত। আপনি কি আপনার চুল কিংবা ত্বকের পরিচর্যার জন্য এটি ব্যাবহার করেন। তাহলে আপনাকে এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক।
চুল কিংবা ত্বক সব ধরনের পরিচর্যার জন্য এলোভেরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা প্রাকৃতিক ভাবেই চুল পড়া কমায় চুল দ্রুত লম্বা করে এবং চুলের যাবতীয় সমস্যার সমাধান করে।
ত্বকের ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের তারূণ্যতা ধরে রাখতে এটি ব্যবহার করা হয়।
এছাড়াও এলোভেরা যেভাবে উপকার করে…
- অ্যালোভেরাতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড পেট পরিষ্কার রাখে;
- এটি হজম শক্তি বৃদ্ধি করে;
- কোষ্ঠকাঠিন্য দূর করে ;
- অ্যালোভেরাতে প্রচুর পরিমাণ পানি থাকায় এটি শরীরকে হাইড্রেট রাখে;
- দেহের সাদা ব্লাড সেল তৈরি করে;
- অ্যালোভেরা জুসের বিদ্যমান অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরের মেদ দূর করতে সাহায্য করে।
- একটি ডায়াবেটিস রোগীদের মহৌষধ হিসেবে কাজ করে।
এছাড়াও অ্যালোভেরার আরো অনেক উপকারী দিকের সাথে অনেক অপকারি দিকও রয়েছে, যা অনেকেই হয়তো জানেন না। তো চলুন অপকারি দিকগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
গাছ থেকে কেটে নেওয়া সদ্য এলোভেরা ডগাতে এক ধরনের হলুদ রঙের তরল পদার্থ পাওয়া যায়। এর নাম হল “এলো লেটেক্স”। এটি একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যা শরীরের মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
অ্যালোভেরাতে বিদ্যমান “এলো লেটেক্স” এর ফলে, পেট ব্যথা এবং শরীরের র্যাসের সৃষ্টি হতে পার। তাই গাছ থেকে এলোভেরা ডগা কেটে আনার পর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিবেন।
যদিও এলোভেরাতে 20 রকমের খনিজ পদার্থ এবং ভিটামিন এ, বি, বি1, বি টু ও বি সিক্স সহ অনেক উপাদান রয়েছে। তবুও এর অতিরিক্ত ব্যাবহার দেহের ওজন হ্রাস এবং হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
এর দীর্ঘ মেয়াদি ব্যাবহার ডায়রিয়া, প্রস্রাবে রক্ত এবং কিডনির সমস্যার কারণ হতে পারে।
গর্ভবতীদের জন্য অ্যালোভেরা খুবই মারাত্মক। কারণ এলোভেরার মধ্যে বিদ্যমান এলো লেটেক্স গর্ভের বাচ্চা নষ্ট করে দিতে পারে।
তাই এলোভেরার ব্যবহার বিধি না জেনে, এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আশা করি পোস্ট টি সকলের ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে।