NE

News Elementor

What's Hot

গান শুনতে শুনতে অঙ্ক করলে কি মনোযোগ বেশি থাকে

Table of Content

একবার এক অনুষ্ঠানে এক ছাত্র খুব মজার এক প্রশ্ন করল। মঞ্চে বসে থাকা শিক্ষকেরা প্রশ্নটা শুনে প্রথমে হাসলেন, পরে উত্তর দিলেন।

প্রশ্নটা ছিল, গান শুনতে শুনতে অঙ্ক করলে কি মনোযোগ বাড়ে?

মঞ্চে বসা এক স্যার উত্তর দিয়েছিলেন, হইচইয়ের মধ্যে পড়াশোনা করলে পড়ায় মনোযোগ দেওয়া কঠিন।

নিঃশব্দে পড়লে মনোযোগ বেশি দেওয়া যায়। তোমার উচিত চুপচাপ কোনো জায়গায় অঙ্ক করতে বসা।

আসুন উত্তরটা আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করি। কারণ, এখানে কিছু বিষয় বলা বাকি আছে।

 

তোমার মনে প্রশ্ন আসতেই পারে, আমি পড়তে বসে যদি গান শুনি, তাহলে কি পড়া হবে? কানে যদি হেডফোন লাগিয়ে অঙ্ক কষি, ভালোভাবে অঙ্ক করা যাবে?

 

আচ্ছা তুমিই বলো, আমরা কি একই সঙ্গে দুটো কাজ করতে পারি? ধরো, দুই হাতে দুটো কলম নিয়ে দুই বিষয়ে লিখলাম। সম্ভব হবে? হবে না।

আমরা দুই কাজ একসঙ্গে করতে পারি না।

তুমি দাবি করতে পারো, আমি খেতে খেতে ফোন স্ক্রল করি। আমি দুই কাজ একসঙ্গে করতে পারি।

কিন্তু একটু ভেবে দেখো, খাবার মন দিয়ে না খেলে স্বাদ কি পুরোপুরি পাওয়া যায়? খাওয়াকে উপভোগ করা যায়? যায় না।

আর ভিডিও দেখা কি কোনো কাজ? নিজে সক্রিয় হয়ে কাজ করার মধ্যে ভিডিও দেখা পড়ে না। ভিডিওতে সবকিছু বিস্তারিত ছবি আকারে দেওয়া থাকে।

আমাদের শুধু বসে তাকিয়ে থাকতে হয়। দুটি কাজ একসঙ্গে করতে গেলে গোলমাল লেগে যায়। তাই গান শুনতে শুনতে অঙ্ক করলে নিশ্চিত মন দিয়ে গান শোনা হবে না নয়তো অঙ্ক করা।

 

আমরা যদি বাস্তবতার পেরিক্ষেতে একটু আলোচনা করতে চাই।

যেমন ধরো, তুমি একান্নবর্তী পরিবারে বাস করো। অথবা কোনো হোস্টেলে থাকো, যেখানে তোমার চারপাশে প্রচুর হইচই।

বন্ধুরা সারাক্ষণ আড্ডা দিচ্ছে। খেলাধুলা করছে। মানে এটা–ওটা লেগেই আছে। তুমি পড়তে বসলে মন দিতে পারবে না নিশ্চয়ই।

তোমার বাসা যদি বড় রাস্তার পাশে হয়, তাহলেও এ সমস্যা হতে পারে। দেখা যাবে, সারাক্ষণ গাড়ি হর্ন দিচ্ছে।

আবার অনেকের বাড়িতে বেড়াতে আসে আত্মীয়রা। যৌথ পরিবার হোক বা বেড়াতে আসুক, পড়তে বসলে যদি ছোট-বড় সবাই কথা বলে,

হাসাহাসি করে, রাগারাগি করে, তাহলে তোমার জন্য তা অসুবিধারই বটে।

তাই অবশ্যই মাথায় রাখতে হবে একসাথে দুই কাজ করলে কোনটারেই রেজাল্ট ভালো আসে না।

আর যেসব কাজ মাথার, বিশেষ করে পড়াশুনা বা অংক করা, এই কাজগুলো নিরিবিলি এবং নির্বিঘ্নে করলে তা মাথায় সহজেই গেথে যায়।

zulfekul234@gmail.com https://www.healthpathsala.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

Trending News

Editor's Picks

কালিজিরা খাওয়ার উপকারিতা

কালোজিরার স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিরাময় থেকে শুরু করে শরীরের কোষ বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা। কালোজিরার অন্যতম উপাদানের মধ্যে আছে কালোজিরার তেল। মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ বলা হয় কালোজিরাকে। কালোজিরার উপকারিতা সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। কিন্তু কোন রোগের জন্য কালোজিরা কিভাবে খেতে হবে তা জানিনা । তাই আজকে কালোজিরা খাওয়ার নিয়ম ও...

টেস্টেস্টেরন হরমোন বাড়ানোর আয়ুর্বেদিক চিকিৎসা

আজকে আমরা কথা বলবো, টেস্টেস্টেরন হরমোন বাড়ানোর আয়ুর্বেদিক চিকিৎসার বিষয় গুলো নিয়ে। এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। কারন, শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন হলো টেস্টোস্টেরন। কয়েকটি বিষয় মাথাই রাখলেই এ হরমোনের মাত্রা বাড়ানো সম্ভব। আজ তেমনি কয়েকটি বিষয় তুলে ধরছি… পর্যাপ্ত ঘুম ঘুমের অভাবে দেহে হরমোন ও অন্যান্য উপাদানের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়। ফলে...

সামাজিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বাংলার বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্য পরামর্শ পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দিয়ে সচেতন করতে চাই। বিশেষ করে বাংলার গ্রামীন সমাজের সহজ সরল মানুষদের কাছে।

Popular Categories

Must Read

©2024- All Right Reserved By Health Pathsala