বর্তমান সময়ে প্রতি ১০০ জনের মধ্যে ৯০ জন চুল পড়া সমস্যায় ভুগছেন। বিশেষ করে সৌন্দর্য প্রেয়সী নারীর কাছে চুল পড়া সমস্যা মানে ভয়ঙ্কর সমস্যা। তবে আমাদের কাছে আছে চুল পড়া সমস্যার সহজ কয়েকটি সমাধান।
আজ আমরা তিনটি পদ্ধতি সম্পর্কে জানবো যা দিয়ে আপনি চুল পড়া সমস্যা সমাধান করতে পারবেন। চাইলে যে কোন একটি পদ্ধতি ব্যবহার করেও আপনি চুল পড়া সমস্যার সমাধান করতে পারবেন।
পদ্ধতি ১. এ পদ্ধতিটির জন্য আমাদের প্রয়োজন তিশির বীজ। প্রথমে একটি প্যানের মধ্যে এক বাটি তিশির বীজ এবং দুই কাপ পানি নিয়ে নেব। এই প্যান বসিয়ে নেব চুলায়।
১০ থেকে ১৫ মিনিট এই তিশির বীজকে মিডিয়াম টু লো তে তাপ দিতে হবে। খেয়াল রাখতে হবে বীজগুলো যেন পাত্রের নিচে লেগে না যায় তাই একনাগাড়ে এটি নাড়াতে হবে।
১০ থেকে ১৫ মিনিট পর তিশির বীজের এই জেলটি তৈরি হয়ে যাবে। ছাকনি দিয়ে ছেকে জেল থেকে আলাদা করে নিতে হবে তিশির বীজ। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই জেলটিকে মাথার সম্পূর্ণ স্ক্যাল্পে লাগাতে হবে।
এক ঘন্টা রেখে দিয়ে আপনি চাইলে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিতে পারেন। সপ্তাহে দুইদিন এই পদ্ধতিটি ব্যবহার করলে ভালো উপকার পাবেন।
পদ্ধতি ২: এ পদ্ধতিটির জন্য প্রয়োজন হবে মেথি এবং চাল। এক চামচ মেথি এবং এক চামচ চালের সাথে এক কাপ পরিমাণ পানি যোগ করতে হবে। তারপর ২৪ ঘন্টার জন্য এটি রেখে দিতে হবে।
২৪ ঘন্টা পর এই মিশ্রণ থেকে মেথি এবং চাল কে আলাদা করে নিতে হবে। এবার মেথি এবং চাল হতে যে পানিটুকু পাওয়া গেছে তা মাথায় সম্পূর্ণ স্প্রে বোতলের সাহায্যে লাগাতে হবে।
রাত্রে এ পদ্ধতিটি ব্যবহার করে মাথায় বেনুনি করে শুয়ে যেতে পারেন। তারপর ব্যাস সকালে মাথায় শ্যাম্পু করে নিন। মেথি এবং চালের পানি টুকুকে সপ্তাহে দুদিন সংরক্ষণ করা যাবে। আপনি চাইলে এই পদ্ধতিটিকেও সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন।
পদ্ধতি তিন: এ পদ্ধতির জন্য বেশি কিছু প্রয়োজন নেই। দ্বিতীয় পদ্ধতিতে বেঁচে যাওয়া অবশিষ্ট চাল এবং মেথিগুলোকেই আমরা কাজে লাগাবো তৃতীয় পদ্ধতিতে।
চাল আর ওই মেথি টুকুকে পেস্ট করে নেব। মেথি আর চালের এই পেস্টটুকু মাথার স্ক্যাল্পে সুন্দর করে লাগিয়ে নিন। এক ঘন্টা পর অবশ্যই ভালো কোনো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিতে হবে। অন্যান্য পদ্ধতির মতো এটিও সপ্তাহে দুদিন ব্যবহার করা যেতে পারে।
উপরোক্ত তিনটি পদ্ধতি চুল পড়া সমস্যার জন্য ১০০% কার্যকরী। এ পদ্ধতিগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার চুল পড়া কমবে, চুলের রুক্ষতা ভাব চলে যাবে, চুল লম্বা হয়ে যাবে দ্রুত। মাথায় খুশকির সমস্যা থাকলেও তার সমাধান হয়ে যায়।
মাথার চুলের সমস্যার সহজ সমাধান দেওয়া হয়েছে এই ভিডিওটিতে। পদ্ধতিগুলো অবশ্যই অবশ্যই আপনার চুল পড়া কমাতে সাহায্য করবে।