দুশ্চিন্তা অনিদ্রা মানসিক চাপ ধুলাবালি পলুউশন ইত্যাদি কারণে চোখের নিচে কালো দাগ হয়ে থাকে ।
আজকে আপনাদেরকে অসাধারণ কিছু ফেসপ্যাক এর কথা জানাবো যা দিয়ে নিমিষেই আপনার চোখের নিচের কালো দাগ দূর করতে পারবেন।
সময় নষ্ট না করে আসুন জেনে নেয়া যাক, ১ সপ্তাহেই চোখের নিচের কালো দাগ দূর করার নিঞ্জা টেকনিক।
ঘরেই যেভাবে করবেন ‘হেয়ার স্পা’
প্রথমেই বলি আলুর কথা
আলুর খোসা ছাড়িয়ে পিষে নিতে হবে। একটি পাত্রে রস বের করে রাখতে হবে। তুলোয় ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন।
তুলোর জায়গায় পাতলা পাতলা করে আলু কেটেও লাগাতে পারেন। ২০ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে নিন। সপ্তাহে দু-তিনবার করলেই হবে।
শসার রস খুবই উপকারী এবং সহজ
২টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের নিচের কালো দাগে অন্তত ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এর যেহেতু কোন ক্ষতিকর দিক নেই তাই এভাবে নিয়মিত শসার রস চোখের নিচে লাগাতে পারেন।
চা খাওয়ার পর তো টি ব্যাগ ফেলেই দেই আমরা
কিন্তু ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ডার্ক সার্কলের সমস্যায় ভালো ফল পাওয়া যায়। এভাবে টি ব্যাগ রাখলে ডার্ক সার্কেলের পাশাপাশি চোখের অনেক উপকার হয়, যেমন- চোখ ফোলা, চোখে পানি জমা, ব্যাথাও কমে যায়। রাতে শোবার আগে অন্তত মিনিট পনেরো নিয়মিত রাখতে হবে।
কাজু বাদাম
কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্টের মতো তৈরি করে চোখের চারপাশে লাগাতে পারেন। এতেও উপকার মিলবে। এছাড়া চোখের চারপাশে বাদাম তেল দিয়ে মালিশ করলেও দ্রুত উপকার পাবেন।
টমেটো
এক চা চামচ টমেটোর রসের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার অন্তত এই প্যাক লাগালে ভালো ফল পাওয়া যায়।
দুধ
ঠাণ্ডা দুধে একটি কটন বল ভিজিয়ে চোখে লাগান। দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যাবহারে চোখের ফোলাভাব কমে যাবে এবং কালো দাগ দূর হবে।
কমলা
কমলার রসের সঙ্গে দুই ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগান। এটা কালো দাগ দূর করার পাশাপাশি আরও উজ্জ্বল করে তোলে।
বাদাম তেল
রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন। এতে চোখের কালো দাগ দূর হওয়ার পাশাপাশি চোখের চামড়া টানটান হবে।
আমন্ড অয়েল
রাতে শুতে যাওয়ার আগে আঙুলে অল্প আমন্ড অয়েল নিন। কালি পড়া অংশে হালকা ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিন। অল্পদিনেই ফল পাবেন।
গোলাপ পানি
গোলাপ পানিতে তুলো ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন। প্রতিদিন সকালে গোসলের আগে ও রাতে ঘুমনোর আগে ১৫ মিনিট অভ্যেস করুন।
এখান থেকে যে ফেসপ্যাকটি আপনার পছন্দ হয় তা আপনার চোখের নিচে কালো দাগের জন্য ব্যবহার করতে পারেন।
তবে একই সাথে একাধিক প্যাক ব্যাবহার না করাই উত্তম। কোন প্যাকটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্টে জানান।