ব্রণের সমস্যায় আমরা সকলেই ভুগি। সাধারণত ত্বকের তৈলগ্রন্থি বা অয়েল গ্ল্যান্ড ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হলে ব্রণ হয় ,যা আমাদের ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্যকে একেবারেই নষ্ট করে দেয়। আমাদের ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্যকে ধরে রাখার জন্য আমাদের ত্বকের এমন ভাবে যত্ন নেওয়া প্রয়োজন যাতে আমাদের ত্বকে ব্রণ হতে না পারে।
আজ আমি আপনাদের সাথে এমন একটি কার্যকর রেমেডি শেয়ার করব যেটি ব্যবহার করলে আপনাদের ত্বক হতে ব্রণ ও ব্রণের ফলে হওয়া দাগগুলো পুরুপুরি দূর হয়ে যাবে ।
চলুন রেমেডিটি তৈরি করে নিই।
রেমেডিটি তৈরি করার জন্য যা যা লাগবে
- ২ চামচ নিমপাতার গুড়া
- এবার এরসাথে নিয়ে নিন ১ চামচ ট্মটোর রস
- ১ চামচ মধু
- সবশেষে ২ চামচ দুধ
এবার সবগুলো উপাদানকে ভাল করে মিক্স করে নিন। উপাদানগুলো মিশে পেষ্ট তৈরি হয়ে গেলে প্যাকটি একটি ব্রাশের সাহায্যে চেহারায় apply করুণ । । প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুণ। ২০ মিনিট পর ত্বক পরিস্কার জল দিয়ে ধুয়ে নিন।
এটিকে একবার ট্রাই করুণ আপনার তকের পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন । ত্বক হতে ব্রণ ও ব্রণের দাগকে দূর করার জন্য এই প্যাকটি অসাধারণ কাজ করবে ।
নিমপাতা আমাদের ত্বকের অয়েল প্রোডাকশনকে কন্ট্রোল করে আর ত্বকের প্রোসে জমে থাকা জার্মকেও নষ্ট করে দেয় যার ফলে ব্রণ দূর হয়।
ট্মেটো ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বক হতে ব্রণের দাগকে দূর করে দিবে এবং ত্বককে ইয়াংও বানাবে
এরসাথে আরো এড করা হয়েছে মধু। মধুর মধ্যে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান আছে যেটি ত্বককে ব্রণ সৃষ্টিকারী জীবাণু ও অন্যান্য জীবাণুর হাত থেকে রক্ষা করে।
আরও রয়েছে দুধ, দুধ আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা আমরা অনেকেই জানি । দুধ ত্বক হতে পুরানো দাগককে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে।
ত্বকের ব্রণকে দূর করে ত্বকের সৌন্দর্যকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য এই প্যাকটিকে সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন । এই প্যাকটি ব্যবহার করার পর স্কিন আগের চেয়ে গ্লো করবে । এর সাথে সাথে ত্বক নরম ও ক্লিন হয়ে উঠবে। lighten ও spotless clean skin পাবার জন্য এই প্যাকটিকে বাড়িতে অবশ্যই ট্রাই করুণ । এবং আপনার স্কিনের পরিবর্তন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুণ। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং পরিবারকে সময় দিন।
আল্লাহ হাফেজ